ইনটেলিজেন্টসিয়া স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি ইউনিফর্ম ছুটির আবেদন ফর্ম চূড়ান্ত করা হয়েছে। এই ফর্ম ব্যবহার করে সকলেই খুব সহজেই এখন আবেদন করতে পারবেন। এতে আবেদনকারী এবং অনুমোদনকারী সকলের জন্য সুবিধা হবে।
নির্ধারিত ফর্ম পুরণ করে সংশ্লিষ্ট ব্যক্তিকে তার উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করতে হবে।
আবেদন ফর্মটি হাতে হাতে কিংবা কম্পিউটারে কম্পোজ করে পুরণ করা যাবে। কম্পোজ করতে চাইলে ডক ফাইল ডাইনলোড করে নিতে পারবেন। আর, হাতে পূরণ করতে চাইলে পিডিএফ ফর্ম ডাউনলোড ও প্রিন্ট করে আবেদন করতে পারবেন।
এই ফর্ম ৬ষ্ঠ তলার অফিস কক্ষ থেকে সংগ্রহ করা যাবে। আবার ইনটেলিজেন্টসিয়ার নিজস্ব ওয়েবসাইট (https://www.intelligentsiabd.org/proforma) থেকেও ডাউনলোড করা যাবে।
এই ইউনিফর্ম আবেদন ফর্মের বাংলা ও ইংরেজি উভয়ই ভার্সানই ডেভেলপ করা হয়েছে। যার যার সুবিধামত এটি ব্যবহার করা যাবে।