
লোগো যে কোন প্রতিষ্ঠানের চিন্তা, সৃজনশীলতা ও স্বপ্নের একটি সংক্ষিপ্ত চিত্রায়ন। লোগো একটি স্ব্-ব্যাখ্যাত চিত্র।
ইনটেলিজেন্টসিয়া স্কুল অ্যান্ড কলেজ এর এই লোগোতে তিনটি উপকরণ ব্যবহার করা হয়েছেঃ
ক) একটি চিত্র/ইমেজ/সাইন
খ) প্রতিষ্ঠানের নাম
গ) একটি শ্লোগান (ENSURE THE GLOBAL SATNDARD)
লোগো বিভিন্ন সময় বিভিন্ন ডকুমেন্টস এ ব্যবহার করার সময় যাতে অন্য সকল কিছু থেকে পৃথক এবং স্বাতন্ত্র্যমন্ডিত থাকে সেজন্য একে একটি ভিন্ন আয়তাকার আকৃতি দেয়া হয়েছে এবং এর দুপাশে দটি রেখা টেনে দেয়া হয়েছে।
শ্লোগানঃ
যে কোন শ্লোগান একটি প্রতিষ্ঠান বা ব্যক্তির চিন্তা-ভাবনা ও দর্শনের প্রতিফলন। স্থানীয় পরিবেশে শিক্ষার মানকে গ্লোবাল মানে উন্নীত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয়েছে ইনটেলিজেন্টসিয়া স্কুল অ্যান্ড কলেজ। আর, এই লক্ষ্য প্রতিফলিত হয়েছে এর শ্লোগানে। আর এই লক্ষ্যকে খুব সহজে এবং সংক্ষিপ্ত তুলে ধরার জন্য এই শ্লোগানকে ইনটেলিজেন্টসিয়ার লোগোর অন্তর্ভুক্ত করা হয়েছে।